১০ অক্টোবর বিক্রমপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী সোহরাব আলী দেওয়ানের ২০ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সোহরাব আলী দেওয়ান কালচারাল সোসাইটি- এসএডিসিএস-এর পক্ষ থেকে বাদ আসর খতমে কোরআন, দোয়া মাহফিল-ও শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ এর আয়োজন করা হয়েছে।
এসএডিসিএস ও তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের এতে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সোহরাব আলী দেওয়ান ২০০৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার প্রাণিমণ্ডল গ্রামে প্রতিষ্ঠিত জ্ঞানভিত্তিক সমাজ ও আলোকিত জাতি গঠনে নিবেদিত সেবাধর্মী প্রতিষ্ঠান সোহরাব আলী দেওয়ান কালচারাল সোসাইটি- এসএডিসিএস ইতোপূর্বে উপজেলা ও জেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সফল সংগঠন হিসেবে পুরস্কৃত হয়েছে।
জাতিসংঘের এনজিও ও সিভিল সোসাইটি বিষয়ক সর্বোচ্চ সংস্থা ‘ইকোসোক’ এক্রিডেটেড সংস্থা হিসেবে এসএডিসিএস স্বীকৃতি পেয়েছে।
Leave a Reply