১০ অক্টোবর বিক্রমপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী সোহরাব আলী দেওয়ানের ২০ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সোহরাব আলী দেওয়ান কালচারাল সোসাইটি- এসএডিসিএস-এর পক্ষ থেকে বাদ আসর খতমে কোরআন, দোয়া মাহফিল-ও শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
সোহরাব আলী দেওয়ান ২০০৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার প্রাণিমণ্ডল গ্রামে প্রতিষ্ঠিত জ্ঞানভিত্তিক সমাজ ও আলোকিত জাতি গঠনে নিবেদিত সেবাধর্মী প্রতিষ্ঠান সোহরাব আলী দেওয়ান কালচারাল সোসাইটি- এসএডিসিএস ইতোপূর্বে উপজেলা ও জেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সফল সংগঠন হিসেবে পুরস্কৃত হয়েছে। জাতিসংঘের এনজিও ও সিভিল সোসাইটি বিষয়ক সর্বোচ্চ সংস্থা ‘ইকোসোক’ এক্রিডেটেড সংস্থা হিসেবে এসএডিসিএস স্বীকৃতি পেয়েছে।
Leave a Reply