নিউজ ডেস্ক, ঢাকা: বিজয় স্বরণীর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্তি দড়ি বেঁধে টেনে হিচড়ে ফেলে দেওয়া দেখে খারাপ লেগেছে। কারণ তিনি আমাদের নেতা ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল। কিন্তু এই লোকটাকে ছোট করে ফেলেছে তার মেয়ে শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে গড়েয়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ঐ ভারতের দিল্লিতে। ব্রিটেন অস্বীকার করেছে ভিসা অনুমতি দেবে না নেওয়ার জন্য, ঠিক তেমনি আমেরিকা বলেছে ভিসা দেবো না। কোন দেশ রাজি হয়নি, ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা সেখানেই (ভারতেই) আছেন। এখন ভারত থেকে শুরু করেছেন নতুন এক চক্রান্ত।
গড়েয়ার সমাবেশে মির্জা ফখরুল বলেন, যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই তাদের একটা কৌশল-খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, যখন জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরায় নিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে তখন তারা হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে।
দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা বাংলাদেশে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান। ভুলে যাবেন না- আপনাদের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কখন দেশ ছেড়ে পালায় মানুষ? যখন সে এত অপকর্ম করে তার আর দাঁড়াবার জায়গা থাকে না, এই দেশে যখন তাকে কেউ আর জায়গা দিতে চায়না, কখন পালায় যখন পিঠ দেয়ালে ঠেকে যায় মানুষ তাকে আর চায়না।
এসময় তিনি আরও বলেন, জনগণের পাশে বিএনপি আছে এমন মন্তব্য করে ফখরুল বলেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনারা আমাকে কথা দেন, আপনারা আমাদের হিন্দু ভাইদের পাশে থাকবেন কথা দেন। যে কোন হামলা আসুক আপনারা মোকাবেলা করবেন এবং আজকে যদি অন্য কেউ ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন।
Leave a Reply