সাতই মার্চের রেসকোর্স মাঠে কিছু হয়েছিলো?
–কিছু হয় নাই, কিছু হয় নাই…
শেখ মুজিবুর তর্জনী তুলে কিছু কয়েছিলো?
–কিছু কয় নাই, কিছু কয় নাই…
”মুক্তির সংগ্রাম-স্বাধীনতা” কেহ বলেছিলো?
–কেহ বলে নাই, কেহ বলে নাই…
কারো তর্জনী হেলনে প্রভুরা কেহ টলেছিলো?
–কেহ টলে নাই, কেহ টলে নাই…
সাতই মার্চের ভাষণে জাতির আশা জেগেছিলো?
–আশা জাগে নাই, আশা জাগে নাই…
দুর্গ গড়িয়া তুলবার কোনো ভাষা জেগেছিলো?
–ভাষা জাগে নাই, ভাষা জাগে নাই…
ছিলো কি ভাষণে যুদ্ধের ডাক? সেদিন বিকেলে?
–না না ছিলো না তো!, না না ছিলো না তো…
সাড়ে সাত কোটি বাঙালি জেগেছে দৃপ্ত শপথে?
–জানা ছিলো না তো!, জানা ছিলো না তো…
পেয়ারা পা কিস তানকে ভাঙার মন্ত্র ছিলো কী?
–ছিলো ছিলো ছিলো, ছিলো ছিলো ছিলো…
(দূরের প্রভুরা তাই দিনটাকে মুছিয়া দিলো কী?
–দিলো দিলো দিলো!, দিলো দিলো দিলো!)…
Leave a Reply