1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
বাশার আল-আসাদের পতনের কারণ জানালেন ট্রাম্প ‘এফওসি’ সোমবার, ভারতের সঙ্গে ‘অচলাবস্থা’ কাটার আশা ‘নির্বাচিত সরকার’ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য ‘ব্যক্তিগত’: প্রধান উপদেষ্টার দপ্তর র‌্যাবের বিলুপ্তি চান ফরহাদ মজহার, ‘কিছুই বলবেন না’ স্বরাষ্ট্র উপদেষ্টা জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিস ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলা বাতিলের রায় বহাল ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব : গণশিক্ষা উপদেষ্টা থার্টি-ফার্স্ট নাইটে তরুণরা পানি-টানি খায়, প্রকাশ্যে না করার আহ্বান জুলাইয়ের পর থেকে বন্ধ ভাতা, বিপাকে দরিদ্র জনগোষ্ঠী বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, বাড়েনি মজুরি: ভোক্তার নাভিশ্বাস

নড়বড়ে নিরাপত্তা, বেড়েছে অপরাধ

  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: ছাপান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এতে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক তরুণী হেঁটে যাচ্ছেন। এক তরুণ এসে তাঁর গতিরোধ করে। এর পর আরও তিনজন এসে ওই তরুণীকে টানাহেঁচড়া করতে থাকে, তাঁর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। অস্ত্র বের করে ভয় দেখালে তরুণী দৌড়ে পালান। দিনদুপুরে ঘটে এই ঘটনা। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় ছিনতাইয়ের এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আরেকটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনে। প্রিয় ডটকমের বার্তা সম্পাদক তানজিল রিমন ও এনটিভির কাঁকন রেজাসহ চার সাংবাদিক একটি প্রাইভেটকারে যাওয়ার সময় পেছনের দরজা টান মেরে খুলে গলায় চাপাতি ধরে মানিব্যাগ, মোবাইল ফোনসেট ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয় কয়েক ব্যক্তি। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ ঘটনায় একটি মামলা হয়।

ছাপান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এতে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক তরুণী হেঁটে যাচ্ছেন। এক তরুণ এসে তাঁর গতিরোধ করে। এর পর আরও তিনজন এসে ওই তরুণীকে টানাহেঁচড়া করতে থাকে, তাঁর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। অস্ত্র বের করে ভয় দেখালে তরুণী দৌড়ে পালান। দিনদুপুরে ঘটে এই ঘটনা। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় ছিনতাইয়ের এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আরেকটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনে। প্রিয় ডটকমের বার্তা সম্পাদক তানজিল রিমন ও এনটিভির কাঁকন রেজাসহ চার সাংবাদিক একটি প্রাইভেটকারে যাওয়ার সময় পেছনের দরজা টান মেরে খুলে গলায় চাপাতি ধরে মানিব্যাগ, মোবাইল ফোনসেট ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয় কয়েক ব্যক্তি। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ ঘটনায় একটি মামলা হয়।

১৯ অক্টোবর শাহজাহানপুর এলাকায় জুবায়ের হোসেন অলক নামে এক কনস্টেবলের বাসায় চুরি হয়েছে। পুলিশের রেকর্ড বলছে, গত ২০ অক্টোবর মোহাম্মদপুরে দিনের বেলা অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এদিন সকাল সোয়া ১০টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ৩ নম্বর সড়কে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা ছিনতাই করে কয়েক ব্যক্তি। এর আগে ৩০ সেপ্টেম্বর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় মো. রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক সমকালকে বলেন, ‘জুলাই বিপ্লবের পর পুলিশ একটি বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। তবে বিতর্কিত ভূমিকার জন্য পুলিশের সবাই দায়ী, এটা বলা যাবে না।’ তিনি বলেন, ‘অনেক দুর্ধর্ষ অপরাধী কারাগার থেকে বেরিয়েছে। তারা অপরাধের নতুন নকশা করছে। নিরাপত্তা ঘাটতির সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে।’

তাঁর মতে, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধীরগতিতে চলছে। কারণ, সিদ্ধান্ত নেওয়ার পর কোনো সমালোচনা হলে, সেই দায় তারা নিতে চাচ্ছে না। এমন পরিস্থিতিতে অপরাধের প্রতিবাদ ও ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

রাজধানীতে ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ার বিষয়ে পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর বলেন, ‘চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব শীর্ষ সন্ত্রাসী ও অপরাধী ছাড়া পেয়েছে, তাদের ওপর নজর রাখা হচ্ছে।’ কেউ অপরাধ করলে দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর, ভাটারা, বাড্ডা, শেরেবাংলা নগর, হাজারীবাগ, তেজগাঁও, হাতিরঝিল, শাহবাগ, মিরপুর, পল্লবী, বিমানবন্দর, খিলক্ষেত ও উত্তরা পশ্চিম থানা এলাকায় চুরি-ছিনতাই বেশি ঘটছে।

দিনদুপুরে তরুণীর ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, ‘চার ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। তারা গ্রেপ্তার হলে বলা যাবে কেন ওই তরুণীর ব্যাগ ছিনতাই করেছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তারা এটি করতে পারে।’
প্রত্যক্ষদর্শীরা বলছেন, এখন অপরাধীদের হাতে দেশি অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এসবের মধ্যে গত ৫ আগস্ট বিভিন্ন থানা ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র রয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী, সারাদেশে তাদের ৫ হাজার ৭৩২টি অস্ত্র খোয়া গেছে। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৪ হাজার ২৮৩টি। অর্থাৎ এখনও পুলিশের ১ হাজার ৪৪৯টি অস্ত্রের খবর নেই। পাশাপাশি অপরাধীদের হাতে আগে থেকে রয়েছে অবৈধ অস্ত্র।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পুলিশের টহল ও নজরদারি এখনও স্বাভাবিক হয়নি। তবে ধীরে ধীরে টহল বাড়ানোর চেষ্টা করছে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনের সময় যেসব থানায় আগুন দেওয়া হয়েছে, সেগুলো ঠিকঠাক করে দ্রুত কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশের মনোভাব এখনও দুর্বল। তাদের মধ্যে মামলা ও বদলির আতঙ্ক কাজ করছে। আবার পুলিশের অনেক ইউনিটে এখন নতুন মুখ, যাদের সব কিছু গুছিয়ে নিতে সময় লাগছে।

অস্থির আন্ডারওয়ার্ল্ড
নিরাপত্তা-সংশ্লিষ্ট অনেকে আশঙ্কা করছেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হতে পারে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ ঘিরে। কারণ জামিনে কারাগার থেকে বের হয়েছেন চিহ্নিত সন্ত্রাসী আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু। রাজধানীর বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে তারা মরিয়া।

সূত্র: সমকাল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest