1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
বাশার আল-আসাদের পতনের কারণ জানালেন ট্রাম্প ‘এফওসি’ সোমবার, ভারতের সঙ্গে ‘অচলাবস্থা’ কাটার আশা ‘নির্বাচিত সরকার’ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য ‘ব্যক্তিগত’: প্রধান উপদেষ্টার দপ্তর র‌্যাবের বিলুপ্তি চান ফরহাদ মজহার, ‘কিছুই বলবেন না’ স্বরাষ্ট্র উপদেষ্টা জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিস ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলা বাতিলের রায় বহাল ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব : গণশিক্ষা উপদেষ্টা থার্টি-ফার্স্ট নাইটে তরুণরা পানি-টানি খায়, প্রকাশ্যে না করার আহ্বান জুলাইয়ের পর থেকে বন্ধ ভাতা, বিপাকে দরিদ্র জনগোষ্ঠী বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, বাড়েনি মজুরি: ভোক্তার নাভিশ্বাস

ইউ এস নির্বাচনে প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীগণ !

  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: ৫ নভেম্বর ২০২৪ এ আমেরিকার ৬০তম চতুর্বার্ষিকী সাধারণ নির্বাচন ! নির্বাচনে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করলেও মূলত দুটি দল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে ! অন্যান্য দলগুলো ফান্ডের অভাবে প্রচারণা পায় না ! আলোচনাতেও আসতেও পারে না ! একমাত্র গ্রীন পার্টি খুব ক্ষীণ ভাবে আলোচনায় থাকে !

এবার সাধারণ নির্বাচনে ৬টি দল প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী দিয়েছে ! সেসব দলের পরিচিতি খুবই সংক্ষিপ্তাকারে তুলে ধরা হলো :
১. লিবার্টেরিয়ান পার্টি (ইউএস) ১৯৭১ সালে ভার্জেনিয়া অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত হয় ! এই দলের প্রতিষ্ঠাতা– ডেভিড নোলান ! নির্বাচনী দলীয় প্রতীক– মশাল !
প্রেসিডেন্ট পদপ্রার্থী :
চেস অলিভার !
ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী :
মাইক তার মাত !
২. গ্রীন পার্টি (ইউএস) ২০০১ সালে মেরীল্যান্ড অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত হয় ! এই দলের প্রতিষ্ঠাতাগণ– হাউই হাউকিন্স এবং জন রেনসেনব্রিক ! নির্বাচনী দলীয় প্রতীক– চতুষ্কোণ সবুজ আকৃতির মাঝে G চিহ্ন !
প্রেসিডেন্ট পদপ্রার্থী :
জিল স্টেইন !
ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী :
রুডলফ ওয়্যার !
৩. রিপাবলিকান পার্টি ১৮৫৪ সালে ওয়াশিংটন ডি.সি তে প্রতিষ্ঠিত হয় ! এই দলের প্রতিষ্ঠাতাগণ– অলভ্যান ই. বোভে, হেনরি জন রেমন্ড ও অন্যান্যরা ! নির্বাচনী দলীয় প্রতীক– হাতী !
প্রেসিডেন্ট পদপ্রার্থী :
ডোনাল্ড জে. ট্রাম্প !
ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী :
জেডি ভ্যান্স !
৪. পিছ এন্ড ফ্রিডম পার্টি ১৯৬৭ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত হয় ! এই দলের প্রতিষ্ঠাতাগণ– ডিক গ্রেগরী সহ অন্যান্যরা ! নির্বাচনী দলীয় প্রতীক– কবুতর !
প্রেসিডেন্ট পদপ্রার্থী :
ক্লাউডিয়া দে লা ক্রুজ !
ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী :
কারিনা গার্সিয়া !
৫. ডেমোক্রেটিক পার্টি ১৮২৮ সালে মেরীল্যান্ড অঙ্গরাজ্যের ব্যাল্টিমোরে প্রতিষ্ঠিত হয় ! এই দলের প্রতিষ্ঠাতাগণ– এন্ড্রো জ্যাকসন এবং মার্টিন ভ্যান বুরেন ! নির্বাচনী দলীয় প্রতীক– গাধা !
প্রেসিডেন্ট পদপ্রার্থী :
কমলা ডি. হ্যারিস !
ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী :
টিম ওয়ালজ !
৬. আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট পার্টি ১৯৬৭ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত হয় ! এই দলের প্রতিষ্ঠাতারা– বিল শিয়ারার, এলেন নল্যান্ড ও অন্যান্যরা ! নির্বাচনী দলীয় প্রতীক– ঈগল !
প্রেসিডেন্ট প্রার্থী :
রবার্ট এফ কেনেডি জুনিয়র !
ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী :
নিকোল শানাহান !

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest