1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

১৩০ বছরে এই প্রথম জাপানের মাউন্ট ফুজি পর্বতের চূড়া তুষারবিহীন

  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, জাপান: বিশ্ব উষ্ণায়নের ফলে পাল্টাচ্ছে আবহাওয়া। গলছে বরফ। এবার এই তালিকায় জুড়ল জাপানের নাম। অক্টোবর শেষ হতে চললেও মাউন্ট ফুজিতে দেখা মিলল না বরফের। ১৩০ বছরে এই প্রথম। যা নিয়ে চিন্তিত পরিবেশবিদরা।

জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি। ১২,৪৬০ ফুট উচ্চতায় এই শঙ্গ টোকিও থেকে দেখা যায় ভালভাবেই। অক্টোবরের শুরু থেকেই বরফ জমতে শুরু করে শঙ্গের উপরের অংশে। যা দেখতে দূর দূরান্ত লোকও জড়ো হয় প্রচুর। ট্রেক করে ওপরেও ওঠে অনেকে। কিন্তু এবার অক্টোবর শেষে নভেম্বর আসার সময় হয়ে গেলেও বরফের লেসমাত্র নেই কোথাও। যা দেখে উদ্বেগে পরিবেশবিদরা।

সংবার সংস্থার রিপোর্ট বলছে, গত বছর অর্থাৎ ২০২৩-এ অক্টোবরের ৫ তারিখ মাউন্ট ফুজিতে দেখা গিয়েছিল বরফ। কিন্তু ২০২৪-এ জাপানে গরম পড়েছে সর্বোচ্চ। ফলে বরফের দেখা নেই।

এবছর জুন-অগস্টে জাপানের তাপমাত্রা ছিল ১.৭৬ ডিগ্রি সেলসিয়াস। সেপ্টেম্বরেও সেভাবে নামেনি তাপমাত্রা। ফলে অন্যান্য বছরের তুলনায় গরম বেশি ছিল এবারের সেপ্টেম্বরে। তাপমাত্রা উঠেছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। প্রায় ১৫০০ এলাকায় গরম ছিল সবচেয়ে বেশি।

কোফু লোকাল আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, এর আগেও ১৯৫৫ ও ২০১৬-এ একবার এমন হয়েছিল। একটি মাত্র ঘটনা প্রমাণ করে না জলবায়ু পরিবর্তন হচ্ছে। তবে পরিবেশরা এই নিয়ে উদ্বিগ্ন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest