নিউজ ডেস্ক, ঢাকা: বিশেষায়িত শিশুদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন হাইকেয়ার স্কুল ঢাকার মহাসচিব তারিকুল ইসলাম খান। তিনি বলেন, নতুন প্রযুক্তির সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাকে খাপ খাইয়ে আগামী দিনের কর্ম পরিবেশের জন্য প্রস্তুত করে তুলতে হাইকেয়ার কাজ করে যাচ্ছে।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫-বি-১ এর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় সেবা প্রদান ও চোখের স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ ছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় বধির শিশুরা তাদের নিজের মনের ভাবনা রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন।
এ সময় লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫-বি-১ এর গভর্নর আশরাফ হোসেন খান হীরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষায়িত ব্যক্তিবর্গকে নিয়ে আমরা সব সময়ই কাজ করি। আজকের এই আয়োজন আমাদের কার্যক্রমেরই অংশ।
হাইকেয়ার স্কুলের অধ্যক্ষ রওশন আরা বেগম বলেন, প্রত্যেক বছরই লায়ন্স ক্লাব আমাদের স্কুলে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠান। যা কিছু ভালো তার সঙ্গে হাইকেয়ার স্কুল সবসময়ই থাকে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার, সনদপত্র ও গাছ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে হাইকেয়ার স্কুলের সকল শিক্ষকবৃন্দ ও হাইকেয়ার হিয়ারিং সেন্টারের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply