1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

দাউদ আলী-চমৎকার একজন রাষ্ট্রদূত পেতে যাচ্ছেন জাপান প্রবাসী বাঙালিরা..

  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
একদা জাপানে কর্মরত পেশাদার কূটনীতিক মো. দাউদ আলীকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকার।ইতিমধ্যে তার নাম সম্মতির জন্য জাপান সরকারের কাছে কূটনৈতিকপত্র হিসেবে পাঠানো হয়েছে।
রাষ্ট্রদূত হিসেবে মনোনীত দাউদ আলী একজন পেশাদার কূটনীতিক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। দাউদআলী তার বণার্ঢ্য কূটনৈতিক জীবনে বাংলাদেশ মিশন টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। রেমানিয়ায় তিনি রাস্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।সদর দফতরে বিভিন্ন পদে সফলতার সঙ্গে কাজ করেছেন তিনি।
দাউদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত এবং দু’ সন্তানের জনক।
(চমৎকার শব্দটি ব্যবহার করেছি,একদা তার জাপানে কর্মরত সময়ের প্রেক্ষিতে। দক্ষতা ও বিনয়ী আচরণের জন্য তিনি পরিচিত ছিলেন)

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest