নিউজ ডেস্ক, ঢাকা: বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, স্পিকারের কাজগুলো এখন থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল পালন করবেন। তিনি সংসদ সচিবালয়ের আর্থিক এবং প্রশাসনিক কাজগুলো দেখাশোনা করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা রেজিস্ট্রারসহ নতুন কাঠামো নির্মাণ করা হবে। অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনই থাকবে। শফিকুল আলম বলেন, সময়সীমার জন্য যেসব বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদেরকে পাঠানোর কাজ শুরু করেছে সরকার।
Leave a Reply