1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

কারও কলমের খোঁচায় সংবিধান বদলে ফেলা যায় না:ড. কামাল হোসেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, কোন ব্যক্তির কলমের খোঁচায় সংবিধান বদলে ফেলা যায় না। সংবিধান সংশোধন করতে হলে যে আইনি প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে যেতে হয়। তিনি বলেন, সংবিধান মানুষের প্রণীত আইন। দশ বছর আগে যে সংশোধনীকে সঠিক মনে করা হত, পরিবর্তিত পরিস্থিতিতে সেটা সঠিক নাও হতে পারে। তখনই সংবিধানে পরিবর্তন আনয়নের প্রয়োজন হয়। আর এই পরিবর্তনটা হতে হবে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতের ভিত্তিতে।

সোমবার গণতান্ত্রিক আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সভায় ড. কামাল হোসেন বলেন, একজন ব্যক্তি, এমনকি রাষ্ট্রপতিও যদি মনে করেন সংবিধানে কোন ভুল আছে উনার উচিত হবে না কলমের খোঁচায় সেটাকে বদলে দেওয়া। এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণ যখন মত দিবে তখনই সংবিধানে পরিবর্তন আসতে পারে। সংবিধান সব আইনের ঊর্ধ্বে। এটাকে যেনতেনভাবে সংশোধন করা যায় না। সংবিধানের মৌলিক কাঠামোয় সংসদও হাত দিতে পারে না। দেশে সাংবিধানিক শাসন রক্ষা করতে হলে দেশের মানুষকে সবার আগে সজাগ থাকতে হবে। জনগণকেই সংবিধান হেফাজতের দায়িত্ব নিতে হবে। পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও যদি জনগণ মনে করে রায়টি সঠিক হয়নি তখন সেটা পুন:বিবেচনার সুযোগ সংবিধানে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest