নিউজ ডেস্ক, ঢাকা: সম্প্রতি এক নারী শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমন্বয়ক মেহেদী হাসান বাবুকে সকল কার্যক্রম থেকে অব্যাহতির পর এবার শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেয়া হয়েছে।
শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসান বাবু, সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনার বিরুদ্ধে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ এসেছে যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শের পরিপন্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আÍপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে শোকজ জারি করা হলো।
জানা যায়, গত ২৫ অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় খাসি ভোজের আয়োজন করে। সেখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ডিআইইউর সমন্বয়ক বাবু খান উপস্থিত ছিলেন। এসময় সেখানে উপস্থিত এক নারীর সঙ্গে অসৌজন্যমূলক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতিবিরোধী কাজ করে বাবু খান। পরে ঐ নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবু খানকে তৎক্ষণাৎ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার দোষ স্বীকার করেন। এ ঘটনার পর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বয়কের সকল কার্যক্রম থেকে বাবু খানকে অব্যাহতি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে মোট ১৩ জন স্বাক্ষর করেছিলেন।
এদিকে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ডিআইইউ সমন্বয়ক বাবু খানের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
Leave a Reply