1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
আজ বিকালে মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া মব জাস্টিসের নামে মগের মুল্লুক কায়েমের বিরুদ্ধে আওয়াজ তুলুন-সাইফুর রহমান কায়েস শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশা ‘কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না’ “মানুষ ও সময়: শক্তি, সংগ্রাম এবং সহজতার দ্বন্দ্ব”-মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিশ্বাস। চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান বাঙালির স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ধানমন্ডি-৩২ ধ্বংসের নিন্দা ও প্রতিবাদ এবং স্বাধীনতা বিরোধীদের মোকাবেলায় জাতীয় ঐক্যের আহবান স্টামফোর্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারাহনাজ ফিরোজ

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি উপদেষ্টা সেখ বশির উদ্দিন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় সোহান শাহ নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে মামলা দায়ের হয়। এ হত্যা মামলার ৪৯ তম আসামি করা হয়েছে সেখ বশির উদ্দিনকে। তিনি রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় এই ব্যবসায়ীকে।

সোমবার (১১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সেখ বশির উদ্দিন ভুইয়া নামে একজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে। তিনিই উপদেষ্টা হয়েছেন তা শুনেছি। মামলা তদন্ত চলমান, এ কারণে বেশি কিছু বলা সম্ভব নয়।’

জানা গেছে, গত ২০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে মামলা করেন নিহতের মা সুফিয়া বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে মামলা গ্রহণ করে রামপুরা থানা।

নিজের নামে মামলা প্রসঙ্গে নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামে কিছু অসংগতি আছে। এটা আসলে আমি কিনা সেটা নিশ্চিত জানি না। নিশ্চিত হলে এটা লিগ্যালি ফেস করবো।’

মামলার বাদী নিহত সোহান শাহর মা সুফিয়া বেগম বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ তার ছেলে হত্যার জন্য দায়ী। আসামি কারা করেছেন, তা তিনি বলতে পারবেন না। কারা নাম দিয়েছেন, তা–ও তিনি বলতে পারবেন না।’ ছেলে হত্যার ন্যায়বিচার চান এই মা।

উপদেষ্টা হিসেবে নতুন শপথ নেওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। শিল্পোদ্যোক্তা বাবা আকিজ গ্রুপের কর্ণধার সেখ আকিজ উদ্দিনের ‘দেখানো পথ ধরে’ ব্যবসায় আসেন তিনি। বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসা ভাগ হলে তিনি আকিজ বশির গ্রুপ গঠন করেন, যেটির ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন।

১৯৮৮ সালে এসএসসি পাস করেই বাবার ব্যবসায় যোগ দেন। বাবার অধীনে ব্যবসার হাল হকিকত শেখেন। ধাপে ধাপে কাজ শিখে পরিচালক হিসেবে যোগ দেন আকিজ গ্রুপের পর্ষদে। পাশাপাশি শিল্পগ্রুপটির বিভিন্ন কোম্পানির ব্যবসাও দেখভাল করতেন। পরে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

তার অধীনে আকিজ বশির গ্রুপ বর্তমানে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান নিয়ে একটি বহুমুখী গ্রুপ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস কারখানা।

উল্লেখ্য, সেখ বশির উদ্দিনের ভাই ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিন। আফিল উদ্দিন ২০০৯ থেকে টানা চারবার আওয়ামী লীগের এমপি হিসেবে জয়ী হয়েছেন। একই মামলায় আসামি করা হয় তার ভাই সেখ আফিল উদ্দিনকেও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest