নিউজ ডেস্ক, ঢাকা: নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। চলতি নভেম্বরে এটি তৃতীয়বারের মতো ফেরি চলাচল বন্ধ করার ঘটনা।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা এবং কাজিরহাট ঘাটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌপথের নাব্য সংকটের কারণে এই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে প্রভাব পড়ছে। বিশেষ করে এই রুটের যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হলে সময় ও খরচ অনেক বেড়ে যায়।
নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন
চলতি মাসের ১ তারিখ শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা ও ৮ তারিখ শুক্রবার রাত ১১টা থেকে শুক্রবার ৬১ ঘণ্টা ২০ মিনিট এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ বলেন, এপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা ফেরি নিয়ে বসে আছি, বিআইডব্লিউটিএ উপযোগী করে দিলেই ফেরি চলাচল স্বাভাবিক করতে পারব।
Leave a Reply