1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি: প্রধান উপদেষ্টা মানিকগঞ্জে সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষ ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যুক্ত নয় মার্কিন সরকার : দূতাবাস টোকিও বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি দিয়ে হামলা ‘বাংলাদেশ বিরোধী প্রচারণায়’ অসহায়ত্ব, প্রবাসীদের সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো দেশে ব্যাট রিওভাইরাস শনাক্ত, ছড়ায় যেভাবে মায়ের জন্য বাসায় তৈরি খাবার নিয়ে ক্লিনিকে তারেক রহমান আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি

‘বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় ঔদ্ধত্যপূর্ণ বাক্য উচ্চারণ করে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন, ‘বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়।’

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আদালতে জিয়াউল আহসানসহ আটজনকে হাজিরা করা হয়। অন্যান্য আসামিদের সঙ্গে তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তার দেখানোর পর তাদের আটজনকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সেখানে দাঁড়িয়ে জিয়াউল আহসান ঔদ্ধত্যপূর্ণ এই বাক্য উচ্চারণ করেন।

এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ও অ্যাডভোকেট নাজনীন নাহার।

ওইদিন সকাল ১০টার দিকে দুটি প্রিজন ভ্যানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক এসপি আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির মিরপুরের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাসের সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল এক মাস সময় দেন এবং ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

উত্তেজিত জিয়াউল আহসান

শুনানির শেষ দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। ওই সময় তাঁকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দিয়ে সরিয়ে দেন তিনি। এজলাস ছাড়ার আগে জিয়াউল আহসানের আইনজীবী বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর মক্কেল কথা বলতে চান। এ সময় কাঠগড়া থেকে জিয়াউল আহসান বলেন, ‘আমি আয়নাঘরে কখনও চাকরি করিনি। আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি যেখানে কাজ করেছি, সেটা সম্পূর্ণ টেকনিক্যাল ছিল।’ জবাবে ট্রাইব্যুনাল বলেন, তদন্ত চলছে। আপনার আইনজীবী আছে, যা বলার তাঁর মাধ্যমে বলবেন।

বিচারপতিরা এজলাস ছাড়ার পর পুলিশ সদস্যরা আসামিদের হাজতখানায় নেওয়ার জন্য যান। এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, ‘কেউ আমাকে ধরবে না, কাছে আসবে না। তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরও খাবে। আমাকে জেলখানায় কাগজ-কলম দেওয়া হয় না, আমি লিখব। আমার বিরুদ্ধে যা বলেছে, তা আমাকে লিখিত দাও।’ তাঁকে সে সময় বেশ উত্তেজিত দেখা যায়। তবে আইনজীবী তাঁকে আশ্বস্ত করে বলেন, পরে সবই দেওয়া হবে।

জিয়াউলকে বসনিয়ার ‘কসাই’-এর সঙ্গে তুলনা

এদিন ৪৫ মিনিট ট্রাইব্যুনালের কার্যক্রম চলে। বেলা ১১টা ২০ মিনিটে বিচারকাজ শুরু হয়।  শুনানিতে প্রথমে চিফ প্রসিকিউটর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপর আনা অভিযোগগুলো ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘পুলিশ ছাত্র-জনতাকে দেখামাত্র গুলি করেছে। এর সব দায়দায়িত্ব তাঁর ওপর বর্তায়।’ এর পর বসনিয়া-হার্জেগোভিনার ‘কসাই’ রাদোভান কারাদজিচের সঙ্গে জিয়াউলের তুলনা করে তাঁর ওপর আনা অভিযোগগুলো উপস্থাপন করেন। তাজুল ইসলাম বলেন, ‘তাঁর নিষ্ঠুরতা নাৎসি বাহিনীকে হার মানায়। আয়নাঘর ও গোপন বন্দিশালা বানানোর পেছনে নেপথ্যে কারিগর ছিলেন তিনি। পাশাপাশি দেশে যত কলরেকর্ড ফাঁস হতো, তার পেছনে জিয়াউল আহসানের হাত থাকত।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘বিএনপি নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমসহ আরও অনেক গুম-খুনের পেছনে তাঁর হাত ছিল। তিনি এনটিএমসির মাধ্যমে আওয়ামী লীগের বিরোধীদের নজরদারি করতেন।’ এর পর চিফ প্রসিকিউটর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের ওপর আনা অভিযোগগুলো তুলে ধরেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest