1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

অপরাধের দায় ব্যক্তির, দল বা গোষ্ঠীর নয়: উপদেষ্টা হাসান আরিফ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: চট্টগ্রামে সংঘাতে এক আইনজীবীর প্রাণহানির প্রতিক্রিয়ায় হিন্দুদের সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবির মধ্যে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘কেউ অপরাধ করলে তার দায় ব্যক্তির, কোনো দল বা গোষ্ঠীর নয়’।

বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসান আরিফ বলেন, “কোনো একজন ব্যক্তি যদি কোন সন্ত্রাসী কার্যক্রম করে থাকে তাহলে সে ব্যক্তিটিই দায়ী হবে। তার ব্যক্তি পরিচয়, সামাজিক পরিচয়, ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, কোনো কিছুই সামনে আসবে না। উঠে আসবে শুধু এই ব্যক্তি সন্ত্রাসী।

“তাই কাউকে কোনো সংগঠনের বলাটা আমরা পরিহার করি। একক অপরাধের জন্য কোনো সংগঠন, দল বা কোন গোষ্ঠীকে আঙুল তোলা উচিত নয়।”

সন্ত্রাসী কার্যক্রমের জন্য যে সাজা হওয়া দরকার সেটা রাষ্ট্রদ্রোহিতায় হোক বা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার উসকানিদাতা হোক, অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

“ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ে অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ। সেই ব্যক্তি দোষী হবেন, কোনো সংগঠন নয়। ওই ব্যক্তির ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, সামাজিক পরিচয় আসবে না, তখন শুধু তার পরিচয় হবে শুধু অপরাধী।”

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে অনেকেই অপরাধী কর্মকাণ্ড করে যাচ্ছে বলে অভিযোগ করে হাসান আরিফ বলেন, “তাদের এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি, এজন্য তারা এসব করার সুযোগ পেয়েছে। এখনই সময় এসেছে যারা নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) সদস্য ছিলেন তাদের আইনের আওতায় আনা।

“তাদের এই মুহূর্তে বাইরে রাখলে, আমাদের আশঙ্কা, সমাজের আশঙ্কা যে তারা এ ধরনের কর্মকাণ্ড করে যাবে। এজন্য আমরা সতর্ক থাকি।”

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেন বলেন, “আলিফকে অত্যন্ত বর্বরতার সাথে মধ্যযুগীয় কায়দায় মারা হয়েছে। পেশাদার খুনি ছাড়া এ রকম কেউ করতে পারে না। আমি মনে করি সন্ত্রাসী যেই হোক না কেন, তার কোনো দল, ধর্ম, বর্ণ নেই। সে সন্ত্রাসী হিসেবেই পরিচিত হবে।

“আর তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। সে যেই হবে চট্টগ্রামবাসী তার বিচার করবে।”

ধর্মের নামে সন্ত্রাসী যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা এখনো মিছিল করে বেড়াচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “এখনও সময় আছে সাবধান হয়ে যান।

“আপনারা যে ধরনের সাম্প্রদায়িক উসকানি দেওয়ার জন্য কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, দাঙ্গা লাগার জন্য, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার জন্য যে কাজগুলো করছেন, শক্ত হাতে সেগুলোর জবাব দেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, মহানগর পিপি মফিজুল হক ভুঁইয়াও এ সময় উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest