1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে: ফখরুল

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সেমিনারে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ইসকন ইস্যুতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানান ঘটনা ঘটাচ্ছে। কোনোভাবেই এতদিনের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

লেখক, কবিদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, আপনাদের দায়িত্ব অনেক বেড়েছে। আগে পারেননি বলে এখন পারবেন না, এটা ঠিক না। জনগণকে সঠিক তথ্য দিন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest