1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

বিপিএলের থিম সংয়ের কয়েক লাইন লিখে দিয়েছেন ডক্টর ইউনূস

  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: বেশ ঘটা করে আয়োজিত হবে ২০২৫ বিপিএল। এরই মধ্যে জমজমাট আয়োজনে প্লেয়ার্স ড্রাফট হয়েছে। পাঁচ তারকা হোটেলে মাস্কট ‘ডানা ৩৬’ উন্মোচন করা হয়েছে গত রবিবার। আজ মঙ্গলবার থিম সংও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি।

আজ মিরপুরে জাঁকজমক এক অনুষ্ঠান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতে ‘আবার এলো বিপিএল’ শিরোনামের থিম সং প্রকাশ করা হয়েছে। থিম সং এবং গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন মজার এক তথ্য।

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস কতটা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবারের বিপিএল আয়োজনে, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম…(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।’

প্রধান উপদেষ্টা কতটা নিবিড়ভাবে যুক্ত ছিলেন সেটাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, ‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে।’

ক্রীড়া উপদেষ্টা বিপিএলের প্রাথমিক কার্যক্রম শুরুর পর থেকেই স্মরণীয় টুর্নামেন্ট আয়োজনের কথা বলে আসছেন, ‘বিসিবি সেটাকে (পূর্ব ঘোষণা) সিরিয়াসলি নিয়ে অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে। সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। এবারের বিপিএলকে আমরা নতুনভাবে সাজাতে চাই।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest