1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
২৩-২৫ জানুয়ারি ঢাকায় বসছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্তে সরকার সংবিধান সংস্কার  অপচেষ্টার বিরুদ্ধে  যুক্তরাষ্ট্র অভিবাসী বিশিষ্টজনের নিন্দা ও প্রতিবাদ  শেষমুহূর্তে বাইডেনের ঘোষণা করা ক্ষমা বাতিল করবেন ট্রাম্প শপথ পরবর্তী ভাষণে যা বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ কোটা : মেডিক্যালে ৪১ পেয়েই চান্স, ৭০ পেয়েও কাঁদছেন অনেকেই এআই দিয়ে তৈরি নকল ছবি শনাক্ত করবে গুগল সোমবার রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা আ. লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের: প্রেস সচিব

ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে টিসিবির পণ্য লুট

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির পণ্য লুট করা হয়েছে।

গত বুধবার রাতে উপজেলার সরিষা ইউপিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন টিসিবির ডিলার মো. সোহাগ। এদিকে পণ্য লুট হওয়ায় দূরদূরান্ত থেকে আসা উপকারভোগীদের খালি হাতে ফিরতে হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ইউএনও সারমিনা সাত্তার বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য গায়েবের বিষয়টি জেনেছি। ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি।’

ডিলারের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ দেওয়া ডাল গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌঁছায়। এরপর ডিলার ইউপি সচিবকে জানালে আসোম উদ্দিন (৬৫) নামে এক গ্রামপুলিশ সদস্যকে বুঝিয়ে দিয়ে চলে যেতে বলেন। সচিবের কথামতো গ্রামপুলিশের উপস্থিতিতে ডিলার ট্রাক থেকে পণ্য নামিয়ে পরিষদের পুরনো একটি কক্ষে রাখেন। এ সময় স্থানীয় মো. হোসেন আলীর ছেলে মো. তাহের মিয়া (৪৫), সোহরাব আলীর ছেলে সবুজ মিয়া (৪০), লাল মিয়ার ছেলে দীন ইসলাম (৩৫) সেখানে আসেন। তারা ডিলারকে ভয়ভীতি দেখিয়ে বলেন, ‘এত রাতে মাল নামাচ্ছেন, চুরি কিংবা লুট হয়ে গেলে এর দায় কে নেবে?’ তখন তাহের মিয়া বলেন, ‘১ হাজার টাকা দেন আমি পাহারার ব্যবস্থা করছি।’ পরে ডিলার ৫০০ টাকা দিতে রাজি হন। এরপর তাহের ৫০০ টাকায় হবে না জানিয়ে বলেন, ‘দেশের যে অবস্থা, চুরি-ছিনতাই হলে আমাদের দোষারোপ করবেন না।’ এরপর তারা সেখান থেকে চলে যান। পরে ডিলার গ্রামপুলিশকে পণ্য বুঝিয়ে দিয়ে কক্ষে তালা মেরে বাড়ি চলে যান। এরপর গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ইউপি সচিব কল দিয়ে জানান, যে কক্ষে পণ্য রাখা হয়েছিল সেটার দরজা-জানালা ভেঙে টিসিবির পণ্য চুরি হয়েছে। এরপর বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।
ডিলার মো. সোহাগ বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, ১ হাজার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রামপুলিশসহ ওই ব্যক্তিরা এই কাণ্ড ঘটিয়েছেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest