বালিকার চন্দ্রযান
লুৎফর রহমান রিটন
তুমি টিভির নাটক-ড্রামার বালিকা না?
ধ্বংসযজ্ঞে ছিলো তোমার মালিকানা!
নিজকে নিজেই “রাষ্ট্রদ্রোহী” কইছিলা না?
নতুন করে আবার “স্বাধীন” হইছিলা না?
করতে গিয়া নতুন শো-রুম উদ্বোধনটা–
ধাওয়া খাইছো! বিষন্ন তাই তোমার মনটা?
আঁতকা নতুন ঝান্ডা নিশান উড়াইছিলা!
বত্তিরিশের মুজিববাড়ি পুড়াইছিলা!
গণভবন লুটতরাজে অংশী ছিলা!
ভাংচুরে খুব আগ্রাসী বিধ্বংসী ছিলা!
অন্ধকারের ঘোরে ছিলা! মোহে ছিলা!
ষড়যন্ত্রে ঘাতক সমারোহে ছিলা!
আশংকা হয় ফিরতি ট্রেন কি ধরতে পারবা?
খেয়াল খুশির পোশাক-আশাক
পরতে পারবা?
ভবিষ্যতে অভিনয়টা করতে পারবা……?
ধরতে পারলে ভালো,
পরতে পারলে ভালো,
করতে পারলে ভালো,
(এগিয়ে আসছে গাঢ় তমিস্র
আলখাল্লাটা কালো)….
অটোয়া ০৫ ডিসেম্বর ২০২
Leave a Reply