নিউজ ডেস্ক, জাপান: শুভেচ্ছা সফরে তুরস্কে অবস্থানরত জাপানের যুবরাজ এবং যুবরাজ্ঞী আকিশিনো দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের কেন্দ্রস্থলের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। উভয় দেশের প্রায় ৩৮০ ব্যক্তি এতে যোগ দেন।
তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। জাপানের সাথে এই দেশটির কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯২৪ সালে, যখন লুসান চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছিল।
অনুষ্ঠানে যুবরাজ আকিশিনো তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রীর বক্তব্যের পর একটি ভাষণ দেন।
যুবরাজ তার বক্তৃতায় জাপান ও তুরস্কের মধ্যকার ইতিহাসের ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ আদান-প্রদানই নয়, বরং কঠিন সময়ে পরস্পরকে সমর্থন প্রদানের দিকটির কথা তুলে ধরেন। তখন তিনি একটি তুর্কি প্রবাদের কথা উল্লেখ করেন যেখানে বলা হয়েছে, একজন প্রকৃত বন্ধুকে চেনা যায় কঠিন সময়ে।
তিনি এই বলে আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় এবং গভীর হবে।
এই অনুষ্ঠানের পরে ছিল তুরস্কের জাতীয় লোকনৃত্য দল এবং একটি জাপানি তাইকো ড্রাম-বাদক দলের পরিবেশনা। প্রতিটি পরিবেশনার পর সমবেত মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এসময় যুবরাজ ও যুবরাজ্ঞীকে করতালি দিতে দেখা যায়।
Leave a Reply