নিউজ ডেস্ক, ঢাকা: আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাওয়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য রেখেছেন, তা ‘ব্যক্তিগত’ জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, নির্বাচনের বিষয়ে ঘোষণা আসবে অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
তিনি বলেন, “মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। …প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোন ঘোষণা আসেনি।
“প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয় ঘোষণা আসবে।”
নির্বাচন প্রশ্নে কবে ঘোষণা আসতে পারে- এই প্রশ্নে তিনি বলেন, “যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।”
গত ৮ অগাস্ট সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার শপথ নিচ্ছে, তারা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা ঘোষণা করেনি।
সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে ভোটের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে পরের ৯০ দিনের মধ্যে করতে হবে।
তবে অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে। শুরুর দিকে বিএনপি সরকারকে সময় দেওয়ার কথা বললেও এখন নির্বাচন চাইছে, অন্তত নির্বাচন কবে হবে, সে বিষয়ে ঘোষণার দেওয়ার দাবিও জানাচ্ছেন নেতারা।
এর মধ্যে শনিবার ঢাকার গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের চার দিনের সেমিনারে শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে। তিনি এও বলেন, “এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আসলে কী হবে।’’
Leave a Reply