একাত্তরের মুক্তিযুদ্ধে মন্ত্র ছিলো কি?
বন্ধু তুমি ‘জয় বাংলা’ শ্লোগান শোনোনি!
একটা ধ্বনির শক্তিতে কী বিপুল আলোড়ন!
এই বাংলার আর বাঙালির দৃপ্ত উচ্চারণ–
একেকটা বীর মুক্তিযোদ্ধা দুরন্ত দুর্বার
‘জয় বাংলা’র ধ্বনিতে হয় রক্তসাগর পার…
রণাঙ্গণের মুক্তিযোদ্ধা রক্তমাখা গা-য়
জয় বাংলা বলতে বলতে অনন্ত নিদ্রায়…
‘জয় বাংলা’র শ্লোগান ছিলো ঘাতক দলের ত্রাস
সাক্ষী আকাশ মৃত্তিকা আর সবুজ দুর্বাঘাস…
‘জয় বাংলা’র শক্তি-সাহস অম্লান ও অক্ষয়
‘জয় বাংলা’ ‘জয় বাংলা’ ‘জয় বাংলা’র জয়…
০২
‘জয় বাংলা’য় চুলকানি হয় মাথার ভেতরটায়?
‘জয় বাংলা’ বলতে তোমার অঙ্গ ফেটে যায়?
শেখ মুজিবের নামটা নিতে আড়ষ্ট হয় জিভ?
মানতে চাও না জাতির পিতা মুজিব শেখ মুজিব?
‘বঙ্গবন্ধু’ বলতে তোমার অঙ্গ জ্বলে ছাই?
বাংলাদেশে তোমার মতোন বেঈমান আর নাই।
শেখ মুজিবকে ‘জাতির জনক’ বলতে কষ্ট পাও?
তুমি একটা ইতর বিশেষ, কুলাঙ্গারের ছাও!
জয় বাংলায় এলার্জি হয়? শেখ মুজিবে ভয়?
বাংলাদেশের স্বাধীনতা তোমার জন্যে নয়।
‘জয় বাংলা’র শ্লোগান মোছার ছিন্ন হলো জাল
‘জয় বাংলা’ ছিলো, আছে, থাকবে চিরকাল…।।
অটোয়া ০২ মার্চ ২০২২
ছবি/ সুজন চৌধুরী
Leave a Reply