1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল – বাণিজ্য উপদেষ্টা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেস্কঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবি থেকে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দিতে প্রতি বছর ৪,৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি প্রদান করা হয়। তবে কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। যাচাই-বাছাইয়ের পর কার্ডের সংখ্যা ৫৭ লাখে নামিয়ে আনা হয়েছে, যাতে সরকারি ভর্তুকি সঠিকভাবে ব্যবহার হয়।

কৃষি এবং শিল্পকে রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, “প্রান্তিক মানুষের কাছে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জমির স্বল্পতা থাকায় উৎপাদনশীলতা বাড়াতে হবে। ভবিষ্যতে ভূরাজনৈতিক সুবিধা অর্জনের ক্ষেত্রেও কৃষি বড় ভূমিকা রাখবে।”

গতকাল ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বাস্তবতার আলোকে সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রমজানে কোনো পণ্যের সংকট হবে না এবং মূল্য স্থিতিশীল থাকবে।”

বাণিজ্য উপদেষ্টা জানান, গত ১৫ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তাই আগামী প্রজন্মের জন্য এসব খাতে সংস্কার প্রয়োজন। তিনি আমদানি উদারীকরণের ওপর জোর দিয়ে বলেন, “সরবরাহ বাড়ানোর মাধ্যমে মূল্য কমানোর চেষ্টা চলছে। বিশেষ করে তেল ও চিনির বাজারে সরবরাহকারী প্রতিষ্ঠান খুব কম। এর মধ্যে একটি বড় প্রতিষ্ঠানের কর্ণধার দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং কয়েকটি ব্যাংকও ক্ষতির মুখে পড়েছে।”

সরকারি উদ্যোগে সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সরকারের ভর্তুকি যেন প্রকৃতপক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest