আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে অ-সহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জন আমেরিকানকে ক্ষমা মঞ্জুর করেছেন এবং দীর্ঘদিন ধরে বন্দি থাকা প্রায় ১ হাজার ৫০০ জনের সাজা কমিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্টের ক্ষমতাবলে একদিনে এটিই সর্বোচ্চ ক্ষমা মঞ্জুরের পদক্ষেপ বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এর আগে বাইডেন গতমাসে তার ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্তে ক্ষমা করে মামলার সাজা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন।
এ পদক্ষেপ নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। এরপর হান্টার বাইডেনের মতো আরও অনেককেই ক্ষমা করে দেওয়ার জন্য বিদায়ের আগে তার ওপর চাপ বেড়েছে।
আগামী কয়েকসপ্তাহে এমন আরও পদক্ষেপ নেওয়া এবং ক্ষমার আবেদন পুনপর্যালোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন।
বাইডেন বৃহস্পতিবার তাদেরই সাজা কমিয়েছেন, যারা কোভিড-১৯ মহামারীর সময় অন্তত ১ বছর গৃহবন্দি ছিলেন এবং যারা পুরোনো আইনের আওতায় দীর্ঘ দিন ধরে সাজা ভোগ করে আসছিলেন বলে তিনি মনে করেছেন।
আর অ-সহিংস অপরাধের মধ্যে বিশেষত মাদকসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্তদেরকে বাইডেন ক্ষমা করে দিয়েছেন।
হোঢাইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকা সম্ভাবনা এবং আরেকটি সুযোগের দ্বার খোলার প্রতিশ্রুতির ভিত্তিতেই গড়ে উঠেছে।”
প্রেসিডেন্ট হিসাবে অনুতপ্ত মানুষদের জন্য ক্ষমার হাত বাড়ানোর বড় সুযোগ তার আছে জানিয়ে বাইডেন বলেন, আমেরিকানদের সেই সুযোগ করে দিতেই তিনি কাজ করেছেন।
আগামী ২০ জানুয়ারীতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার দিনটিই হবে হোয়াইট হাউজে বাইডেনের শেষ দিন।
Leave a Reply