নিউজ ডেস্ক, ঢাকা: সম্প্রতি এক অনুষ্ঠানে ইমন চক্রবর্তীকে বাংলা গান ছেড়ে হিন্দি গান ধরতে বলা হয়। এক শ্রোতা আবদার করেন, ‘বাংলা গান শুনব না, হিন্দি গান করুন।’এমন জোর আবদারের বিপরীতে গর্জে ওঠেন ইমন। কড়া প্রতিবাদ করেন।
ইমনের ওই প্রতিবাদের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশংসা করেন গায়িকার। তবে কটাক্ষও দজেয়ে এসেছে। কেউ কেউ ভাবছেন বিশেষ স্বার্থ হাসিলের লক্ষ্যে ইমনের এই প্রতিবাদ। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিস্কার করলেন গায়িকা।
আজ রোববার নিজের ফেসবুকে ইমন লেখেন, ‘গত দুই দিন ধরে TCS-এ শোয়ের ঘটনাতে আমার বলা একটি ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বহু মানুষ শেয়ার করেছেন দেখছি। আমি ফেসবুকে ছিলাম না বহুদিন, আমার টিম ম্যানেজ করতেন। কিন্তু আমি কাল ডাউনলোড করে দেখে অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায়। আমাদের ইন্ডাস্ট্রির বহু সিনিয়রস্ ও জুনিয়রস্-রা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাদের।’
এরপর গায়িকা বলেছেন, ‘অনেকে বলছেন আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়? অনেকে বলছেন হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়। আমি শুধু দুই দিন ধরে সব দেখেই গেছি, এবার কিছু কথা একটু বলি…’
ইমন আরও লেখেন, ‘আমি মহান হওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি অতি সাধারণ একজন মানুষ, খেটে খাই। স্টেজে উঠে পারফর্ম করি, বা রেকর্ডিং স্টুডিও-তে গিয়ে গান গাই বা স্টুডিওতে শ্যুট করি। সবটা ঘিরেই গান, ওটাই পারি আমি। তাই ওটাই করি… সংগীত আমার কাছে সব, মানে সব। সব ধরণের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের।’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ কণ্ঠশিল্পীর কথায়, ‘আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইব। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষেরা। আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা একটা মেয়ে, বাংলা ভাষায় কথা বলতে পারা একটা মেয়ে। এখানে আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থাকেন। আমার গোটা পৃথিবী এখানে থাকেন। কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব। তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।’
Leave a Reply