নিউজ ডেস্ক, ঢাকা: ভারতের কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ‘প্যালেস্টাইন’ লেখা হাতব্যাগ কাঁধে ঝুলিয়ে লোকসভায় হাজির হয়ে বিতর্কের মুখে পড়ার পরদিনই ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে হাজির হয়েছেন।
সেই ব্যাগে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে স্লোগান লেখা ছিল। ঘিয়ে রঙের ব্যাগটির উপরে লেখা, ‘বাংলাদেশ’। আর নীচে লেখা, “হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান।”
সোমবারেই ফিলিস্তিন, আর তারপর মঙ্গলবারেই বাংলাদেশ। বাহারি এই ব্যাগ দিয়েই প্রতিবাদের ভাষা তুলে ধরেন প্রিয়াঙ্কা গান্ধী।
এনডিটিভি জানায়, সোমবার প্রিয়াঙ্কার কাঁধে ফিলিস্তিন লেখা ব্যাগ তুমুল বিতর্কের সৃষ্টি করে। ব্যাগটিতে ছিল গাজার জনগণের প্রতি সমর্থন এবং সংহতি জানিয়ে বার্তা।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন নেতা এর তীব্র সমালোচনা করেন। তারা প্রিয়াঙ্কার এই কাণ্ডকে দেশীয় বিষয়ের চেয়ে বিদেশি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেন।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান প্রিয়াঙ্কা। জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝোলা তার কাঁধে দেখা যায় না।”
ওদিকে, বিজেপি নেতা অনুরাগ ঠাকুর এনডিটিভি-কে বলেন, “ব্যাগটি কি কোনও বার্তা দিল? তাহলে তিনি বাংলাদেশি হিন্দুদের বিষয়টি নিয়ে চুপ কেন সেটি বড় প্রশ্ন। এটা ভারতীয় সংসদ। সাংসদরা এখানে ১৪০ কোটি ভারতীয়দের উদ্বেগ নিয়ে কথা বলার জন্য নির্বাচিত হন।
“প্রথমে ছিলেন আসাদউদ্দিন ওয়াইসি, যিনি ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়েছিলেন। আর এখন প্রিয়াঙ্কা গান্ধী সংসদে “প্যালেস্টাইন” লেখা ব্যাগ নিয়ে এসেছেন।”
বিজেপি নেতাদের এই সমালোচনার ঝড়ের পরই বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা ব্যাগ কাঁধে সংসদে হাজির হন কেরালার ওয়ানাড় থেকে নির্বাচিত লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।
প্রিয়াঙ্কা সংসদে পা রাখতেই নজর কাড়ে তার কাঁধে ঝোলানো এই ব্যাগ। কেবল প্রিয়াঙ্কাই নন, একইরকম ব্যাগ নিয়ে তার সঙ্গে তাল মেলান বিরোধীদলীয় একাধিক সাংসদও।
এর আগে সোমবার লোকসভার জিরো আওয়ারের ভাষণে প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে অভিযোগ তুলে এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি তুলে ধরা। “বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা উচিত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের সমর্থন করা উচিত।”
Leave a Reply