এবারের এইচ, এস, সি, পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় ঢাকা বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নবনীতা রায় প্রাপ্তি। প্রাপ্তি
নির্মল রায় ও শিপ্রা রায় এর কন্যা ।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ থেকে সে এবারের এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে । লেখাপড়া ছাড়াও নাচ, গান ও আবৃতিতে সে বিশেষ পারদর্শী।
তার মা বাবার চাওয়া সে জীবনে একজন ভাল মানুষ হউক।
আদরের ছোট বোন প্রাপ্তি’র বড় প্রাপ্তি বোর্ডে প্রথম হতে দেখার অভিজ্ঞতা যে কতটা আনন্দের তা অনুভব করতে পারলেও তার বর্ণনা করা কঠিন বলে জানান জাপান বাংলা প্রেস ডট কম এর প্রধান সম্পাদক । তিনি আরো বলেন প্রাপ্তি শৈশব থেকেই অনেক প্রতিভাবান । তার সাথে রয়েছে পারিবারিক বন্ধন ।
রেবতী মোহনের সকল অংশীজন নিশ্চয় প্রাপ্তিকে নিয়ে আজ গর্বিত।
তার এই সাফল্যে তার পিতা- মাতা সহ সকল শিক্ষককে অভিনন্দন জানাই।
সবশেষে প্রাপ্তির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Leave a Reply