1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ আলোচনা সভা

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, জাপান: ‍টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আজ (১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার) এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাপানে কর্মী প্রেরণকারী সংস্থা সমূহের প্রতিনিধি, রেমিট্যান্স হাউজের মালিক ও প্রতিনিধি, জাপানে কর্মরত টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার, ল্যাংগুয়েজ স্কুল থেকে আগত ছাত্র ও দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান। তিনি বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় এবং নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসনের ফলে দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে। তিনি বলেন, বিশ্বের ১৭০ টির অধিক দেশে বিপুল সংখ্যাক বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশ থেকে বেশি বেশি কর্মী আনা ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য সভায় অংশগ্রহণকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ জয়নাল আবেদিন অভিবাসন ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব এবং জাপানে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ অভিবাসনের অর্থনৈতিক সম্ভাবনার উপর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জাপানে নিজ নিজ পেশায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সম্মানিত করা হয়। পরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest