আমি একজন মুক্তিযোদ্ধা।আমি গর্বিত।আমার জীবন ধন্য।
আমার পাশের ছবিটা নাকি নেটে ঘুরে বেড়াচ্ছে।
মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্যই এটা করা। ভোরে ঘুম থেকে উঠে ছবিটা দেখে আমি মোটেই অপমানিত বোধ করি নি।আমাদের সম্মান অতো ঠুনকো নয়।দু:খ পেয়েছি,কস্ট পেয়েছি।
বোঝা যায় এটা কোন নির্বোধের কাজ নয়।এটা মগজ ধোলাই হওয়া কোন নিকৃষ্ট জনের কাজ।
দু:খ হয় স্বার্থের কারণে কত নীচে নামিয়ে ফেলেছি আমরা সমাজকে।কত কুরুচিপূর্ণ কাজ আমরা করতে শিখিয়েছি !
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে সারা দেশ, সমগ্র জাতি গর্বিত।ব্যঙ্গ,বিদ্রুপ করে এদের খাটো করা যাবে না।
সারা বিশ্ব জানে, আমরা সবাই জানি পাকিস্তান সেনাবাহিনীর ৯৩ হাজার সদস্য একাত্তরের
১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল।বিশ্বের ইতিহাসে এত বড় পাবলিক সারেন্ডার এর আগে কখনও হয় নি।
কাজেই যত অপচেষ্টাই হোক- মুক্তিযোদ্ধাদের হেয় করা যাবে না, ছোট করা যাবে না।
মুক্তিযোদ্ধাদের সম্মান রাখার দায়িত্ব তাঁদের নিজের নয়, সমগ্র জাতির।
এরা আমাদের গর্ব, আমাদের অহংকার।এরা আমাদের সাহস আর বীরত্বের প্রতীক।
এদের সম্মান রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের কাজ। সেটাই কাম্য,আশাকরি সেটাই হবে…….
জয় বাংলা !!
Leave a Reply