1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
সংস্কারের নামে দেশে সার্কাস চলছে, বললেন জি এম কাদের ‘মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ পারস্পরিক শুল্ক, যুক্তরাষ্ট্রের ক্রেতারা অর্ডার স্থগিত শুরু করেছেন ইন্টারনেট গতিতে বিশ্ব রেকর্ড জাপানের ব্যয় বৃদ্ধিতে সাড়ে পাঁচ শ টেক্সটাইল কারখানা বন্ধ এনসিপি নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যুগ্ম আহ্বায়কের ‘বাতিঘর’এর বর্ষপূর্তি, জুলাই সন্ত্রাসের ডালপালা ও নিউইয়র্ক কানেকশন ! ফকির ইলিয়াস বিভিন্ন দেশের ভিসা পেতে বাংলাদেশিদের ভোগান্তি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি

অস্থির ডলারের বাজার, খোলাবাজারে বিক্রি রেকর্ড ১২৭ টাকায়

  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেস্কঢাকা: ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদামত ডলার। মূল্য তালিকায় ১২০ টাকা লিখা থাকলেও ক্রেতাদের ডলার প্রতি গুণতে হচ্ছে ১২৭ টাকার বেশি। এদিকে ব্যাংকাররাও বলছেন, আমদানির দায় পরিশোধে হঠাৎ চাপ বেড়েছে। তাই বাড়ছে ডলারের দাম। এমন অবস্থায় আবারো মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা অর্থনীতিবিদদের।

দেশের বাইরে ঘুরতে যেতে ডলার খুঁজছিলেন জাকারিয়া ও তার বন্ধু। তবে, বেশ কয়কটি ব্যাংক ও মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পেলেন না। মাস দুয়েক ধরে খোলাবাজারে ডলার বেচাকেনার দর ছিলো ১২০-১২২ টাকার মধ্যে। এখনো মূল্যতালিকা অপরিবর্তিত থাকলেও প্রকৃত দর ছাড়িয়েছে ১২৭ টাকা।

ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চালতি মাসের মাধ্যেই আমদানির বকেয়া পরিশোধ করতে হবে। এছাড়া, রেমিট্যান্সের ডলার সংগ্রহেও ব্যাংকগুলোকে দাম দিতে হচ্ছে ১২৪- ১২৫ টাকা পর্যন্ত।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘কিছু কিছু ব্যাংক আছে যে এলসি করে ফেলেছে, এখন পেমেন্ট করতে হবে। ডলারের যোগান একটু কমতে থাকলে তখনই দাম বেড়ে যায়। প্রতিটা ব্যাংকের প্রোফাইল করা দরকার ছিল, আমাদের ডলারের যোগান কেমন হবে, ডলারের প্রবাহ কেমন হবে, কখন আমাদের এলসি পরিশোধ করতে হবে।’

অর্থনীতিবিদদের মতে, ডলারের চাহিদার পরিপ্রেক্ষিতে জোগান নিশ্চিত না হলে ডলার দাম বেড়েই চলবে। তাই সংকট মোকাবিলায় বৈদেশিক ঋণের প্রবাহ বাড়াতে হবে। একই সাথে কৃত্রিম সংকটরোধে কঠোর নজরদারিও রাখতে হবে।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, ‘এখন কিন্তু নীট এফবিআই দেড় বিলিয়ন ডলারের কম, সেটা কীভাবে বাড়ানো যায়। আবার এই এফডিআইয়ের মধ্যে বড় একটা অংশ নিজেদের যে অংশ ছিল সেটা আবার তারা বিনিয়োগ করছে। তার মানে নতুন করে ডলারের যে প্রবাহ সেটা কিন্তু খুবই কম।’

বিশেষজ্ঞরা জানান, ডলারের বাড়তি মূল্য আরেক দফা উসকে দিতে পারে মূল্যস্ফীতিকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest