নিউজ ডেস্ক, জাপান: জাপান সরকারের শীর্ষ মুখপাত্র আজ শুক্রবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং’এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সিং বৃহস্পতিবার নয়াদিল্লির একটি হাসপাতালে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি হাইয়াশি ইয়োশিমাসা বলেছেন যে সিং জাপান ও ভারতের মধ্যকার বর্তমান দ্রুত বিকাশমান সম্পর্কের ভিত্তি তৈরিতে সহায়তা করেছেন, যাকে কৌশলগত বৈশ্বিক অংশীদারিত্ব হিসাবে বর্ণনা করা যেতে পারে।
হাইয়াশি রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি এবং জনগণের মধ্যে আদান-প্রদান’সহ বিস্তৃত ক্ষেত্রে সিং’এর অবদানের উল্লেখ করেন। তিনি তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও তাঁর কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গভীর শোকজ্ঞাপন করেছেন।
মূলত একজন অর্থনীতিবিদ সিং ১৯৯০’এর দশকে অর্থমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন এবং ভারতের অর্থনৈতিক উদারীকরণে নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি ২০০৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সিং যখন দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তখন পরবর্তী ১০ বছরে ভারতের অর্থনীতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করে।
Leave a Reply