নিউজ ডেস্ক, জাপান: বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ ঝুঁকি কমিয়েছে জাপান। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১-এ অবনমিত করেছে দেশটি।
শুক্রবার ২৭ ডিসেম্বর রাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
জুলাই ও আগস্ট মাসে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসে জাপান বাংলাদেশের ওপর লেভেল ২ ভ্রমণ সতর্কতা জারি করেছিল।
দেশের নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণে চার স্তরের সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে থাকে জাপান। এর মধ্যে লেভেল ৪ হলো সর্বোচ্চ সতর্কতা, আর লেভেল ১ সর্বনিম্ন।লেভেল ১-এর আওতায় ভ্রমণকারীদের সাধারণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়, যেখানে লেভেল ২-এর ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকে দেশটির সরকার।
Leave a Reply