1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

খালেদ মুহিউদ্দিনকে কেন স্টু.. পিড বলেছিলেন সালমান এফ রহমান

  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: সময়ের আলেচিত উপস্থাপক খালেদ মুহিউদ্দিনের ডয়চে ভেলে থাকাকালীন,সেসময়ের জনপ্রিয় টকশো খালেদ মুহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানের বিগত সরকারের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী ফরহাদ মজহারের সেসময়ের এক টকশো কেন্দ্রিক আলোচনা সম্প্রতি আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,সালমান এফ রহমান খালেদকে উদ্দেশ্য করে বলছেন, ইউ আর আস্ককিং এ স্টুপিড কোশ্চেন।আই এম সরি খালেদ আপনার মত একজন সাংবাদিক এমন একটি স্টুপিড প্রশ্ন করবেন এটা আমি আশা করি নি খালেদ।আমি সত্যিই দুঃখিত।

জবাবে খালেদ মুহিউদ্দীন বলেন এটি হল জনাব ফরহাদ মজহারের প্রশ্নের সারাংশ যেটি ওনি করতে চেয়েছিলেন।জবাবে সালমান এফ রহমান বলেন একজন সাংবাদিক হিসাবে যখন আমি আপনাকে বলতেছি, তখন সেটি আমার জন্য হতাশাজনক।

জবাবে খালেদ বলেন আপনি কোন জায়গাটায় হতাশ?প্রতিউত্তরে সালমান বলেন.আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিব না।আমি ফরহাদ মজহারকে রিপ্লাই দিব আপনাকে না।

ফরহাদ মজহার যা বলছেন আমি তাই বলেছি উল্লেখ করে খালেদ বলেন,আমি কোন কিছুই বাড়িয়ে বা কমিয়ে বলে নি।আমার মনে হয় আমরা ফরহাদ মজারের কাছ থেকে এই বিষযে আবারো শুনতে পারি।

সালমান এফ রহমানের সাথে সম্পর্ক অনেক দিনের উল্লেখ করে খালেদ বলেন,পাবলিকলি স্টুপিড বলাটা আমি পছন্দ করি নি।আমি সেটি অন স্ক্রিন বলে রাখলাম।

উল্লেখ্য, ফরহাদ মজহার মূলত ভারতীয় টিকা নিয়ে প্রশ্ন তোলার জন্যই সালমান এফ রহমান সেসময়ের আলোচনায় খালেদ মুহিউদ্দিনের সাথে তর্কে জড়িয়ে ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest