নিউজ ডেস্ক, ঢাকা: টোকিওর শিবুইয়া ওয়ার্ড টানা পঞ্চম বছরের জন্য তাদের প্রধান ট্রেন স্টেশনের আশপাশে বছর শেষের কাউন্টডাউন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।
ওয়ার্ডটি ২০১৯ সাল পর্যন্ত শিবুইয়া স্টেশনের আশপাশে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করত, তবে অ্যালকোহল সংক্রান্ত ঝামেলা এবং ভিড়জনিত দুর্ঘটনার সম্ভাবনার কারণে তারপর থেকে তা স্থগিত করা হয়েছে।
কাউন্টডাউন অনুষ্ঠানটি বাতিল করা হলেও নববর্ষের আগের রাতে স্টেশনের সামনে স্ক্র্যাম্বল ক্রসিংয়ে লোকজনের ভিড় পরিলক্ষিত হবে বলে ধারণা করা হচ্ছে। তাই কর্মকর্তারা এই এলাকার চারপাশে নিরাপত্তা কর্মী মোতায়েন করার পরিকল্পনা করছেন৷
Leave a Reply