1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি গণমাধ্যমে হামলা, হয়রানি-হুমকি ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে ৫১ সাংবাদিকের বিবৃতি সচিবালয় ও যমুনা বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ, আস্থাহীনতায় দেশের অর্থনীতি ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প জাপার নতুন মহাসচিব শামীম হায়দার, চুন্নুকে অব্যাহতি সাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক নেতৃত্বে অনুগত থেকে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল তামিরুল মিল্লাতে রাব্বানীকে মেসেজ দেওয়ায় ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

বন্ধ হচ্ছে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম

  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্কঢাকা: ২০২৫ সালের প্রথম দিন থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সব কার্যক্রম। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এটি বন্ধ হচ্ছে। এদিকে এটি চালু রাখা এবং প্রতিষ্ঠান সংস্কারের দাবিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মচারীরা ভবনের সামনে গণ-অনশন করেছেন।

শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

‘আলোকিত মানুষ চাই’ প্রতিপাদ্য নিয়ে ঘুরে ঘুরে পাঠকের হাতে বই পৌঁছে দিতে এবং পাঠাভ্যাস বাড়াতে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব উদ্যোগে ১৯৯৯ সালে যাত্রা শুরু হয় ভ্রাম্যমাণ লাইব্রেরির। সৃষ্টির পরে দুই দশকে ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রায় অর্ধশত গাড়ি পাঠাগার হিসাবে দেশের জেলা-উপজেলার পাঠকদের হাতে তুলে দিয়েছে বাংলা পেরিয়ে বিশ্বসাহিত্যের স্বাদ। তবে ২০১৭ সালে কেন্দ্রের একার পক্ষে প্রকল্পটি চালানো কঠিন হয়ে পড়ে। তখনই এগিয়ে আসে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতর। যৌথভাবে এগিয়ে চলে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক গড়ার গাড়ি।

কয়েকটি সূত্রে জানা যায়, প্রথম দফায় ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের জন্য বরাদ্দ দেয় গণগ্রন্থাগার অধিদফতর। দ্বিতীয় দফায় ২০২৩ থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়। তবে মেয়াদের সময় ছুঁইছুঁই হলেও নতুন বরাদ্দের হদিস নেই। এজন্য, ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এমন ঘোষণায় ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠকেরা হতাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চিঠির মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা। অনশনে বসেছেন ভ্রাম্যমাণ লাইব্রেরির লাইব্রেরিয়ান ও কর্মচারীরাও।

ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রয়োজনীয়তা তুলে ধরে এর পরিচালক মো. কামাল হোসেন বলেন, এ প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

এর আগে চলতি মাসের শুরুতে এক বইমেলার উদ্বোধনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বিশ্ব সাহিত্য কেন্দ্রকে সব সহযোগিতা করার আশ্বাস দেন। যদিও ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে নতুন করে অর্থায়নের বিষয়ে কিছু জানাননি তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest