1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
২৩-২৫ জানুয়ারি ঢাকায় বসছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্তে সরকার সংবিধান সংস্কার  অপচেষ্টার বিরুদ্ধে  যুক্তরাষ্ট্র অভিবাসী বিশিষ্টজনের নিন্দা ও প্রতিবাদ  শেষমুহূর্তে বাইডেনের ঘোষণা করা ক্ষমা বাতিল করবেন ট্রাম্প শপথ পরবর্তী ভাষণে যা বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ কোটা : মেডিক্যালে ৪১ পেয়েই চান্স, ৭০ পেয়েও কাঁদছেন অনেকেই এআই দিয়ে তৈরি নকল ছবি শনাক্ত করবে গুগল সোমবার রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা আ. লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের: প্রেস সচিব

এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে

  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক, ঢাকা: নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে গত সপ্তাহে। অথচ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই পেয়েছে মাত্র ১৯ ভাগ শিক্ষার্থী। এর মধ্যে বেশিরভাগ বই পেয়েছে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের অধিকাংশই বই পায়নি। সর্বশেষ প্রাথমিকের ৯ কোটি ২০ লাখ বইয়ের মধ্যে মাত্র ৪ কোটি ৮১ লাখ ৬১ হাজার বই ছাড়পত্র হয়েছে। আর মাধ্যমিকে ৩১ কোটি বইয়ের প্রায় ৩ কোটি বই শুধু ছাড়পত্র হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মঙ্গলবার পর্যন্ত সবমিলিয়ে সাড়ে ৭ কোটির মতো বই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। যা শতকরা হিসাবে ১৯ ভাগ। এবার প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীদের জন্য প্রায় ৪১ কোটি বিনামূল্যে পাঠ্যবই ছাপানো হচ্ছে। সেই হিসাবে এখনো ৮১ শতাংশ শিক্ষার্থী বই পায়নি।

মুদ্রণসংশ্লিষ্টরা বলছেন, নতুন শিক্ষাবর্ষের বই ছাপাতে এবার নানা সমস্যায় পড়তে হচ্ছে। একদিকে বই ছাপানোর জন্য বাজারে পর্যাপ্ত কাগজের সরবরাহ নেই। কাগজ মালিকরা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করেছেন। অন্যদিকে শ্রমিক সংকট রয়েছে। নোট ও গাইড ছাপানো মালিকরা বেশি দামে অভিজ্ঞ শ্রমিকদের কাজে লাগাচ্ছেন। এতে বিপাকে পড়েছেন প্রেস মালিকরা। চলতি মাসে কিছু বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। ফলে শিক্ষাবর্ষের প্রথম মাসে সব শ্রেণিতে বই দেওয়া যাবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান যুগান্তরকে বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রত্যেক শ্রেণিতে দ্রুত সব বই দেওয়ার চেষ্টা করছি। এছাড়া মাধ্যমিক পর্যায়ে প্রত্যেক শ্রেণিতে তিনটি করে বই দেওয়ার কাজ চলছে। তবে প্রেস মালিকরা আমাদের সহযোগিতা করছেন না। তারা সক্ষমতা অনুযায়ী বই ডেলিভারি দিচ্ছেন না। এই মুহূর্তে তাদের সহযোগিতা খুব দরকার। তিনি বলেন, প্রেস মালিকদের কাগজ সংকট নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সত্য নয়। বাজারে পর্যাপ্ত কাগজ রয়েছে।

এদিকে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমরা নতুন শিক্ষাবর্ষের বই ছাপার কার্যক্রম শুরু করেছি দেরিতে। আমাদের বই পরিমার্জন করতে হয়েছে। সিলেবাস, কারিকুলাম নতুন করে করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে। বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। দেশের সক্ষমতা কত সেটা এবারই প্রথম দেখা যাচ্ছে। এতে করে তো দেরি হবেই। চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থী কবে নাগাদ সব পাঠ্যবই পাবে তা এখন বলতে পারব না। এছাড়া কাগজের ঘাটতিও রয়েছে। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা কিছু বই পেলেও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা এখনো নতুন বই পায়নি। এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাথমিকে ইংরেজি ভার্সনের মোট পাঠ্যবই ৫ লাখ ৩৬ হাজারের বেশি। আর মাধ্যমিকে তা ২১ লাখ ৬৭ হাজারের মতো। এখন পর্যন্ত ইংরেজি ভার্সনের বইগুলো ছাপার কাজ শেষ হয়নি।।

সংশ্লিষ্টরা বলছেন, এবার জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের কারণে ৩ মাস দেরিতে শুরু হয় নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম। এরপর শিক্ষা কারিকুলামে আনা হয় ব্যাপক পরিবর্তন। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে এবার পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে ২০১২ সালে প্রণীত সৃজনশীল কারিকুলাম। এতে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় কমিটি গঠন করা হলেও ১৩ দিনের মাথায় সেটি বাতিল করা হয়। এছাড়া এনসিটিবির বোর্ডের চেয়ারম্যানসহ সব সদস্য নতুন হওয়ার কারণে এসব কার্যক্রম ছিল ধীর গতি। এতেও ব্যাপক সময়ক্ষেপণ হয়েছে।

এনসিটিবি কর্মকর্তা সূত্রে জানা গেছে, এবার প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার ২৮৩ শিক্ষার্থীর জন্য ৯৬৪ লটে ছাপা হবে ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২ কপি বই। এর মধ্যে প্রাথমিকের ২ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৪৭৯ শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ৯ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৯২ কপি বই। অন্যদিকে মাধ্যমিকের ২ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ৮০৪ শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ৩০ কোটি ৯৬ লাখ ১২ হাজার ৮৪৭ কপি বই। এর মধ্যে ইবতেদায়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইও যুক্ত করা হয়েছে। এ ছাড়া ব্রেইল বই রয়েছে সাড়ে ৮ হাজার।

বাংলাদেশ মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান যুগান্তরকে বলেন, নতুন শিক্ষাবর্ষের বই ছাপানোর জন্য বাজারে পর্যাপ্ত কাগজ নেই। এদিকে পেপার মিলগুলো কৃত্রিম সংকট তৈরি করে কাগজের দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বই বাঁধাই করার শ্রমিক সংকট দেখা দিয়েছে। নোট ও গাইড ছাপানো মালিকরা বেশি দামে অভিজ্ঞ শ্রমিকদের কাজে লাগাচ্ছেন। ফলে সক্ষমতা অনুযায়ী বই তৈরি করা যাচ্ছে না।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল যুগান্তরকে বলেন, নোট ও গাইড নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সত্য নয়। আমাদের ১০ জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের নোট ও গাইড না ছাপানোর নির্দেশনা রয়েছে। দ্রুত বই ছাপানোর জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest