নিউজ ডেস্ক, ঢাকা: জাপানের টোকিওর হোসেই বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে হাতুড়ি হামলায় আহত হয়েছেন আট শিক্ষার্থী। আঘাত গুরুতর না হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি হতে হয়নি। হামলায় জড়িত থাকার অভিযোগে ২২ বছর বয়সী দক্ষিণ কোরীয় এক নারী শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
তদন্তকারীদের বরাতে সংবাদমাধ্যম এনএইচকে জানায়, বুলিংয়ের শিকার হয়ে হতাশা থেকে সহপাঠীদের ওপর হাতুড়ি হামলা চালান তিনি।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘হামলাকারী শ্রেণিকক্ষে হঠাৎ করে হাতুড়ি দোলাতে থাকেন। সবাই খুবই ভীত হয়ে পড়েন। আমি এতটাই ভয় পাই যে আমার হাত কাঁপছিল।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, তারা এ ঘটনার সঠিক কারণ বের করতে পুলিশকে সহায়তা করবে। সূত্র: দ্য গার্ডিয়ান
Leave a Reply