নিউজ ডেস্ক, জাপান: বিভিন্ন সূত্র জানিয়েছে যে, ২০শে জানুয়ারি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া তাকেশি যোগ দেবেন।
তারা বলছেন, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আয়োজক দল ইওয়াইয়াকে আমন্ত্রণ জানিয়েছে।
ওয়াশিংটনে টোকিওর রাষ্ট্রদূতকে সাধারণত অভিষেক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং পররাষ্ট্রমন্ত্রীর এতে উপস্থিত থাকা অপ্রচলিত।
জাপান সরকার, ইওয়াইয়া এবং মার্কো রুবিওর মধ্যে একটি বৈঠক আয়োজন করার আশা করছে। উল্লেখ্য, মার্কোকে ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর জন্য বেছে নিয়েছেন।
জাপানও অভিষেকের পরপরই ট্রাম্প ও প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর মধ্যে একটি বৈঠক আয়োজন করতে আগ্রহী।
Leave a Reply