নিউজ ডেস্ক, ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিঠিটি ৩১ জানুয়ারি লেখা।
চিঠিতে শাহবাজ শরিফ লেখেন, ‘আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে ব্যথিত হয়েছি এবং আপনার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য আমার শুভেচ্ছা জানাতে চাই।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে আপনি (খালেদা জিয়া) এক বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অটুট নিবেদন অনেকের জন্য অনুপ্রেরণা। আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আমরা আপনার, আপনার পরিবার এবং আপনার সমর্থকদের সঙ্গে রয়েছি। মহান আল্লাহ আপনাকে সকল অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন।’
শাহবাজ শরিফের চিঠিকে বাংলাদেশের পাশাপাশি বিএনপির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল। খালেদা জিয়া বহু বছর ধরে অসুস্থ। এতদিন কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী তাঁর আরোগ্য কামনা করে চিঠি দেননি।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে পাকিস্তানের সঙ্গে দ্রুত বাংলাদেশের সম্পর্ক বাড়ে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে দুবার বৈঠক হয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রীর। দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বেড়েছে সামরিক বোঝাপড়াও।
Leave a Reply