1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন: বিজেপির সুরে সরব কংগ্রেসও দেশের মানুষের জান-মাল এবং ইজ্জতের নিরাপত্তা নেই : জিএম কাদের অযৌক্তিক মন্তব্য না করে বাংলাদেশের উচিৎ হিন্দুদের অধিকার রক্ষা করা: দিল্লি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার রাজধানীতে ড. ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে একবার ডিসেম্বরে, একবার জুনে- ফাইজলামি বাদ দেন: দুদু জাপান সরকার যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনাকে অগ্রাধিকার দেবে: প্রধানমন্ত্রী ইশিবা শিল্পী কামরুল হাসান লিপুর তুলিতে জাপানে প্রথম মঙ্গল শোভাযাত্রা চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহফিলের নামে মাসব্যাপী চাঁদাবাজি করছে জামায়াতে ইসলামী: হারুনুর রশিদ

  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক, ঢাকা: তাফসির মাহফিলের নামে মাসব্যাপী চাঁদাবাজি করছে জামায়াতে ইসলামী বলে বন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন স্কুল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

হারুনুর রশিদ বলেন, ‘আমার গ্রামের বাড়ির এলাকা চাঁপাইনবাবগঞ্জে আগামী ২২ ফেব্রুয়ারি তাফসির করতে আসবেন মাওলানা মিজানুর রহমান আজাহারী। দেশে তার অনেক ভক্ত। তিনি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। এ নিয়ে মাসব্যাপী প্রচার চলছে। মাসব্যাপী চাঁদাবাজিও চলছে। এই তাফসির মাহফিলের নামে ব্যাংক, বিভিন্ন শিল্প-কলকারখানা, মানুষের বাড়িতে বাড়িতে মাসব্যাপী চাঁদাবাজি করছে জামায়াতে ইসলামী।’

তাফসির মাহফিলের নামে জামায়াতে ইসলামীর নামে বিভাগীয় সমাবেশের অভিযোগ করে তিনি আরও বলেন, ‘আমি মিজানুর রহমান আজাহারী ভাইকে অনুরোধ করবো, আপনি এসবের হিসাব নেবেন। জামায়াতের বিভাগীয় সমাবেশ করবেন, তা তাফসির মাহফিলের নামে কেন? ওই তাফসিরের সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী। প্রধান অতিথি থাকবেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। মানুষ এতো বোকা নয়। এসব বিষয় নিয়ে জনগণ সজাগ আছে।’

সাবেক এমপি হারুন বলেন, ‘জামায়াতের মৌলভিদের দেখছি, বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নামে দলীয় সভা করছেন। এটা মুনাফেকি। এটি জনগণের সঙ্গে প্রতারণা। তাফসির করবেন, সেখানে কোরআন-হাদিসের আলোকে আলোচনা করবেন। কিন্তু তারা তাফসির করতে গিয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলছেন, কারা কারা ইসলামের পক্ষে আছেন।’

‘বলা হচ্ছে, কারা কারা বুলবুল ভাইয়ের পক্ষে আছেন। এমন কর্মকাণ্ড মুনাফেকি ছাড়া কিছুই না। আবার তাফসির মাহফিলে হারুন এমপি, মির্জা ফখরুলকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এ ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন’, যোগ করেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা।

সাবেক কাউন্সিলর মাসিদুল হক নিখিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest