ইতিহাস লিখে রাখো,
এই দানবের হাতেই একদিন
ধর্ষিতা হয়েছিল বাংলাদেশ,
এই সুদখোর মহাজন,
গণমানুষের অর্থেই রেয়ায়েত
নিয়েছিল,নিজের
বিজনেস ইন্টারেস্ট-
গুঁড়িয়ে দিয়েছিল
জাতির পিতার বাড়ি,ভাস্কর্য
শহীদস্মৃতি,সভ্যতা,সংস্কৃতি
লিখে রাখো,
ইয়াহিয়া থেকে ইউনুস
খুনি হায়েনার তালিকায়
এসব জল্লাদদের নাম-
লিখে রাখো প্রজন্মের রক্তের হরফে,
এই বাংলাদেশ, আবার
উঠবে জেগে,
মানুষ যেভাবে গায় জাগরণের গান-
নতুন জন্মে ধরণী,
যেভাবে উঠে কেঁপে!
Leave a Reply