চিত্তরঞ্জন সাহা(১৯২৭-২০০৭) , ইনিই সেই ব্যক্তি যিনি ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারিতে বইমেলার উদ্যোগ নেন। তার হাত দিয়েই এই বইমেলার পথচলা শুরু,
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় অনেক শরণার্থী পাড়ি জমায় ভারতে। তিনিও সেসময় সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর পরামর্শে আগরতলা হয়ে কলকাতা চলে যান | ওখানকার আশ্রিত বাঙালি বুদ্ধিজীবীদের পরামর্শে তিনি উদ্যোগ নেন বাংলাদেশের লেখকদের বই প্রকাশের ।
সূচনা হয় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ মুক্তধারা | বইমেলা সর্বপ্রথম দুটি প্রকাশনা ছিল “বাংলাদেশ কথা কয়” “র*ক্তা*ক্ত বাংলা”,
শুধু তাই নয়, সাহিত্যিক জহির রায়হান, সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী, কবি আসাদ চৌধুরী, ঔপন্যাসিক আহমদ ছফা প্রমুখ বিখ্যাত কবি-সাহিত্যিকরা তাকে সঙ্গ দিয়েছিলেন কলকাতা থেকেই ।
অবশেষে প্রকাশিত হলো কলকাতা মুক্তধারা থেকে শরণার্থী লেখকদের ৩২ টি বই | সেই ৩২ টি বইয়ের পৃষ্ঠা ধরেই বইমেলার শুভ সূচনা এবং আজ ৫৩ বছরের বইমেলা | দেশ স্বাধীন হওয়ার পর ড. আনিসুজ্জামান, ড. সানজিদা খাতুন, সত্যেন সেন প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গ থাকাকালে সৈয়দ আলী আহসানের পার্ক সার্কাসের বাসায় বাংলা একাডেমীতে বইমেলার উদ্যোগ গ্রহণ করেন ।
উল্লেখ্য ১৯৭২ থেকে ১৯৭৬ পূর্যন্ত স্বশরীরে তিনি একাই বাংলা একাডেমী প্রাঙ্গনে মেলা চালিয়ে যান
বাংলাদেশের পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি এ সংস্থাটিও সংগঠিত করেছিলেন এই লোক
Leave a Reply