নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রলীগের সকল ইউনিটপ্রধানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডেকেছে কেন্দ্রীয় কমিটি। রবিবার সকাল ১০টায় সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে থাকার কথা বলা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ১০টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংগঠনটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এতে আরও বলা হয়, ‘অপ্রতিরোধ্য-উন্নত-আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার পবিত্র শপথ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত বর্ধিত সভায় বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং সকল বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, মেডিকেল কলেজ, কেন্দ্র অধীনস্ত কলেজ ও অন্যান্য ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হলো।’