মো. বায়জীদ যশোরী
বিভিন্নভাবে বাংলাদেশীরা বিদেশে যায়। কেউ ইন্টারনেট ঘেটে, কেউ বিভিন্ন কোর্স করে, কেউ আবার দালাল বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে। যে যেভাবেই বিদেশে আসুক না কেন। অধিকাংশের লক্ষ্য থাকে একটা ভাল উপার্জনের পথ বের করা। কাজটা অনেক চ্যালেজ্ঞের, তারপরও সবাই চায় দেশে তার পরিবার সুখে থাকুক। বিদেশে যে, যে অবস্খানেই থাকুক, দেশের প্রতি একটা টান অনুভুত হয়। খুজঁতে থাকে বাংলাদেশ কমিউনিটি।
আমি ও কয়েক বছর দেশের বাহিরে ছিলাম। দেশে ফিরে দেখলাম সাইক্লোন ঘুর্নি ঝড় বেড়ে গিয়েছে। এ বিষয়ে একটু পড়াশুনা করে জানলাম, জলবায়ু পরিবর্তনের কারনে যে সমস্ত দেশ সবচাইতে ঝুকিতে আছে, বাংলাদেশ তাদের মধ্যে ৭তম অবস্থানে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের সাধারন মানুষ বিশেষ করে তরুণদের অধিকাংশের এ ব্যপারে কোন ধারনা নেই।
দেশে জলবায়ু বিষয়ক মান সম্পন্ন শিক্ষা প্রদান করে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান ও নেই। জলবায়ু ঝুকিপূর্ণ অঞ্চলের তরুনদের জলবায়ুজনিত ঝুকি এবং করনীয় বিষয়ক পাঠ প্রদান করতে। বায়জীদ ক্লাইমেট ইনিষ্টিটিউট স্থাপন করেছি। কাজ করতে গিয়ে উপলব্ধি হচ্ছে, ক্ষেত্রটি অনেক বড় এবং অনেকের সহযোগিতা প্রয়োজন। কাজটি দেশের জন্য এবং দেশ সবার। তাই আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনি যেভাবে সহযোগীতা করতে পারেন,
১. সরাসরি অর্থ সাহায্য দিয়ে (+৮৮০১৮৬০০৬০৩৬৮, বিকাশ, নগদ, হোয়াটস এপ)
২. শ্রম সাহায্য দিয়ে (বিভিন্ন ব্যবসা এবং প্রতিষ্ঠান থেকে অর্থ সাহায্য সংগ্রহ করে আমাদের পাঠানো, অপনার এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পৃক্ত করে)
এর বাহিরেও যদি কোন আইডিয়া থাকে বা আমাদের সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুন (biozid.climate@gmail.com)
Leave a Reply