অভিবাসী ক্যাটাগরিতে নতুন ব্যাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি নির্বাচন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই তালিকায় স্থান পেয়েছেন জাপানে কর্মরত পাঁচজন অভিবাসী। মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার রায় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
নির্বাচিত পাঁচ সিআইপি মো. মিজানুর রহমান শাহিন, শেখ মনজুর মোরশেদ, কাজী সারোয়ার হাবিব, বাদল চাকলাদার, সজল ডি ক্রুজ।
জাপানস্থ নতুন পাঁচজন অভিবাসী হলেন, মো. মিজানুর রহমান শাহিন, শেখ মনজুর মোরশেদ, কাজী সারোয়ার হাবিব, বাদল চাকলাদার, সজল ডি ক্রুজ।
বৈধ চ্যানেলে সর্বাধিক অর্থ প্রেরণকারী ব্যক্তি হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাদের সিআইপি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জাপান-বাংলা-প্রেস/ডিআর
Leave a Reply