ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের সামনে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু হলের প্রভোস্ট ঘুমিয়ে থাকায় কিছুই টের পাননি। আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হলের সামনে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হলের সামনে হঠাৎ ৪টি ককটেল বিস্ফোরণের শব্দ হয়। মুহূর্তেই ধোঁয়ায় চারপাশ কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায়। বিপরীত পাশের রাস্তায় চলমান একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান জাপান বাংলা প্রেসকে বলেন, ‘আমি ঘুমে ছিলাম, কিছুই জানিনা। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। খবর নিয়ে দেখছি।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a Reply