ডেস্ক রিপোর্ট
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. মোঃ শামস্-উর রহমান। দেশের বেসরকারি খাতের প্রথম সারির এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মোঃ শামস্-উর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির সাপ্লাই চেইন এন্ড লজিস্টিক্স বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. মোঃ শামস্-উর রহমানকে ভিসি পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তগুলোর মধ্যে রয়েছে– ভাইস–চ্যান্সেলর পদে ড. মোঃ শামস্–উর রহমানের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply