1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস

রাজবাড়ী জেলা থেকে প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের ৫মবারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। ১৯৭১ সালে যুদ্ধকালীন কমান্ডার ছিলেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক। ঈগল পাখি প্রতীক নিয়ে তিনি পান ৪৬ হাজার ৪৬৬ ভোট। জিল্লুল হাকিম ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ১৯৫৪ সালের ২ জানুয়ারি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আনন্দবাজার গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. আবুল হোসেন। তিনি ছিলেন একজন সমাজসেবক এবং শিক্ষানুরাগী। জিল্লুল হাকিমের পৈতৃক বাড়ি পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে। বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) পাশ করেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিল্লুল হাকিম যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তিনি সংসদ সদস্যের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রী সাঈদা হাকিম এবং দুই ছেলে মিতুল হাকিম ও রাতুল হাকিম। তারাও সফল ব্যবসায়ী।

জিল্লুল হাকিম ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মোট ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরেরবার ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী নাসিরুল হক সাবুর কাছে হেরে যান তিনি। পরে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নাসিরুল হক সাবুকে পরাজিত করে তিনি ফের সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ছাড়া ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হলেন। এবার তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

এদিকে রাজবাড়ী-২ আসনে প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest