নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্ব স্ব এলাকায় নির্বাচন পরিচালনা কমিটি ও উপ-কমিটি গঠন করছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা-৪ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম নিজ ফেসবুক প্রোফাইলে তাঁর নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সদ্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভা আহ্বান করেছেন তিনি।
আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, সদস্য সচিব মাহবুবুল মোর্শেদ, ১নং সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন, কাউন্সিলর সর্বজনাব মো. রুহুল আমিন, কাজী হাবিবুর রহমান হাবু, শফিকুর রহমান সাইজুল, আকাশ কুমার ভৌমিক, হাজী মাসুদ, শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সকল নেতৃবৃন্দ, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, থানা ও ওয়ার্ডের সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, সদ্য সাবেক সভাপতি-সাধারণ সম্পাদককে সদস্য করে এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা-৪ নির্বাচনী এলাকার নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা ১৭২২, হাজী খোরশেদ আলী সরদার রোড, পূর্ব জুরাইন অনুষ্ঠিত হবে।
অ্যাভোকেট সানজিদা খানম তাঁর পোস্টে আশাবাদ ব্যক্ত করে বলেন, আশাকরি আপনারা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ মান্য করবেন। তার মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকার সম্মান সমুন্নত রাখবেন। আপনাদের সকলের মঙ্গল, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।
আওয়ামীলীগের ডাকসাইটে এই নেত্রী ইতোপূর্বে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
Leave a Reply